-------চেঁতনা--------......???

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২৩ জুন, ২০১৪, ১০:৫৫:০৩ রাত

---------চেঁতনা--------

চেঁতনা তুই আর কত কাল দেখাই তোর খেলা,

তোর শোকে সকল প্রাণ কাঁদে যে সারা বেলা।

তুইতো হইলি একটি আবেগের বিন্দু মাত্র,

তাই সবার চোঁখে হয়েসিস তুই কাঁন্নার পাত্র।

একটি লোকের কাছে এসে ধরেসিছ বায়না,

সেটি তুই ছাড়া এদেশের আর কেউ চায়ানা ।

তোর কারণে করেছে তারা কঠিন খেলা,

তোকে ছাড়াতেই চেষ্টা করি মোড়া সারাটি বেলা ।

ছেড়ে যাস না তার কাছ থেকেই তবুও একটি বেলা,

তোকে নিয়ে করতেছে তারা রং বে-রংগের মেলা।

তুইও শেষ হবি পরিশেষে তারাও হবে শেষ,

তখনি শান্তি পাবে আমার সোনার বাংলাদেশ।

তোর সাথে লড়াই করেই গিয়েছি করেই যাবো,

তার পরেও ঐ গনতন্ত্রকে হাতেই খুজে পাবো।

আমরা হাল ছেড়ে দেইনি কখনো দেব না,

এটাই মোদের লক্ষ কোটি সবার কামনা।

হাসিনার গায়ে ভর করেসিছ সেটিও জানি,

তারে চেঁতনায় ভরে দিয়েসিছ সেটাও মানি।

ওকে শেষ করিলে তুই ও হয়ে যাবি শেষ ,

তখনি সুখে থাবকে ১৬কোটি মানুষের এই দেশ।

#সাইদুর

বিষয়: বিবিধ

৭১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238137
২৩ জুন ২০১৪ রাত ১১:০৯
ভিশু লিখেছেন : শেখ হাসিনার মতো ইসলামের শত্রু শাসক বাংলাদেশ আর দেখেনি!
239358
২৭ জুন ২০১৪ দুপুর ০২:৫৪
shaidur rahman siddik লিখেছেন : আশাকরি ঐ দলের লোক ছাড়া আর কাউকে দেখবেন ও না॥

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File